অল্প পুঁজিতে ব্যবসা করতে যাচ্ছেন তাহলে আসেন আমাদের কাছে আমরা খুব অল্প পুঁজিতেই আপনাদের ব্যবসা সুযোগ করে দিচ্ছি। অল্প পুঁজিতে ডিলারশিপ ব্যবসাকরার সুযোগ শুধুমাত্র আমরাই দিচ্ছি। আমরা ডিলারদেরকে ১২% কমিশন এবং ডিপো ৬% কমিশন দিচ্ছি এবং এস.আর এর বেতন আমরাই দিয়ে থাকি। আমাদের প্রত্যেক এস. আর এর মার্ষিক টার্গেট চার লক্ষ টাকা। আমাদের প্রত্যেকের এস.আর তিন লক্ষ টাকার উপরে সেল করে থাকেন। সুতরাং যারা আমাদের কাছে ডিলারশিপ নিয়ে ব্যবসা করবেন তারা ১২% হারে মোট প্রায় ৩৬ হাজারের মতো মার্ষিক ইনকাম করতে পারবেন।আর একটা ডিপো থেকে ১২-১৫টা ডিলারকে প্রডাক্ট দিয়ে থাকি মাসে ২০ লক্ষ্য প্লাস সেল হয়ে থাকে যদি ২০ লক্ষ্য ধরি ৬%হারে ১২০০০০ এটা সরবনিম্ন।(বি.দ্র: আমরা ডিপো আফিস ভারা ৫০% দিয়ে থাকি আলোচনা সাপেক্ষে) আর উপরের যে সেলস এর কথা বলা হয়েছে যতো দিন যাবে এই সেলস ততো বারতে থাকবে আর সেলস যতো বারবে লাভও ততো বারবে. আর এগুলো ছারাও সেলস বারানোর জন্য আমরা টি-শার্ট, হিটার,রাইস কুকার সহো বিভিন্ন আফার তো দিয়েই থাকি সাথে নানা বিজ্ঞাপনও দিয়ে থাকি। আসলে সব কিছুতো আর বলে বুঝনো যায়না বিজনেস শুরু করলে এমনিতেই সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
Phone: 01931008563
Warning